বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৬:১৩ অপরাহ্ণ, ২৭ মার্চ ২০১৬
কলাপাড়া: বঙ্গোপসাগরের জলদস্যুরা ফের তান্ডব শুরু করেছে। পায়রার মোহনা থেকে মুক্তিপনের দাবীতে তিন জেলেসহ একটি মাছ ধরা ট্রলার আপহরনের ঘটনা ঘটেছে।
ফিরে আসা জেলেদের বরাত দিয়ে ট্রলার মালিক আবুল কালাম জানান, শনিবার রাত দেড়টার দিকে পায়রার মোহনায় এফবি মিশকাত ট্রলারটি সতের জন জেলে নিয়ে মাছ শিকারের সময় জলদস্যুরা অর্তকিত হামলা চালায়।
এসময় জলদস্যুরা মুক্তিপনের দাবীতে তিন জেলেসহ ট্রলারটি নিয়ে যায়। অপহরনকৃত জেলেরা হল শাহ-আলম (৩৫), হারুন (৩২), হামিদ (৪০)।
ট্রলারে থাকা ১৪ জেলেকে অন্য একটি মাছ ধরা ট্রলারে উঠিয়ে দিয়ে। ট্রলার মালিকের বাড়ী পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নে বলে জানা গেছে।