সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলারে গণডাকাতির ঘটনায় এক মাঝি গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৫ মে) সকাল ৬টার দিকে মাছ ধরার ট্রলারে ডাকাতি শুরু হয়।
কুয়াকাটার আলীপুর মৎস্য ব্যবসায়ী ট্রলার মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা এই তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন।
ডাকাতরা ‘এফবি জসিম’ নামের একটি ট্রলারসহ ১৪ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। জসিম নামের ওই ট্রলারের মাঝি কালামকে গুলিবিদ্ধ অবস্থায় ‘এফবি ফয়সাল’ নামের একটি ট্রলারে তুলে দিয়েছে ডাকাতরা। গুলিবিদ্ধ মাঝিকে প্রথমে কুয়াকাটার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
পরে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়।
ব্যবসায়ি সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা বরিশালটাইমসকে জানান- সকালে রাঙাবালী উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরের সোনারচর পয়েন্টে শতাধিক ট্রলারে জেলেরা মাছ আহরণ করছিল। এমন সময় হঠাৎ ‘এফবি জসিম’ ও ‘এফবি ফয়সাল’সহ কয়েকটি ট্রলারে গণডাকাতি শুরু হয়। ডাকাতরা ট্রলারে থাকা মালামাল লুট করে নেয়। এসময় জসিম ট্রলারের মাঝি কালাম গুলিবিদ্ধ হন।
বেলা আড়াইটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ডাকাতি চলছে বলে জানিয়েছে ট্রলারে থাকা জেলেরা।
তবে এই বিষয়টি বরিশাল র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক মো. সুরত আলম অবহিত নন বলে দাবি করেছেন।’’
শিরোনামপটুয়াখালি