বরিশাল: পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে বহরে ট্রলার ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ছয় মাঝিকে অপহরণ করে সুন্দরবনে নিয়ে যাওয়ার সময় ট্রলার ডুবে চার মাঝিসহ পাঁচজন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (১৪ জুন) ভোরে এ ঘটনা ঘটে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, সুন্দরবন সংলগ্ন নারিকেল বাড়িয়া এলাকায় জেলেরা মাছ ধরছিলেন। এসময় এফবি মায়ের দোয়া ১ ও এফবি মায়ের দোয়া ২ ট্রলারসহ চার ট্রলারে ডাকাতি করে ছয় মাঝিকে অপহরণ করে দস্যু বাহিনী। অপহরণের পর দস্যুদের ব্যবহৃত ছোট ট্রলারে করে জেলেদের সুন্দরবনের গহীণে নিয়ে যাওয়ার সময় হঠাৎ ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে যায়।
এসময় অপহৃত চার জেলেসহ এক দস্যু নিখোঁজ রয়েছে। দুপুর দেড়টার দিকে এ প্রতিবেদন লেখার সময় নিখোঁজদের কোন সন্ধান পাওয়া যায়নি। অপহৃত চার জেলের মধ্যে মন্টু ও দেলোয়ারের নাম জানা গেছে।
ট্রলার মালিক মো. ফোরকান মিয়া জানান, ট্রলার ডাকাতি ও জেলে নিখোঁজের খবর পাওয়া মাত্রই ট্রলার মালিক সমিতিকে জানানো হয়েছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ঘটনা তাৎক্ষণিক কোস্টগার্ড পশ্চিম জোন ও দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনে জানানো হয়েছে।
কোস্টগার্ডের পশ্চিম জোনের কমান্ডার মো.হাসান বলেন, খবর পাওয়া মাত্রই উদ্ধারের জন্য ফোর্স পাঠানো হয়েছে।
বরগুনা