বরগুনা: গভীর সমুদ্রে ঢেউয়ের স্রোতে আরো পাঁচ ট্রলার ডুবির ঘটনায় ৮৮ জেলে এখনো নিখোঁজ রয়েছে। এর আগে তিনটি ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ তিন জেলের সন্ধান পাওয়া গেছে।
এর আগে শনিবার (৫ নভেম্বর) সকালে বঙ্গোপসাগরের মেহেরআলী এলাকায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।
রোববার (৬ নভেম্বর) সকালে নিখোঁজ তিন জেলের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
তিনি জানান, শনিবার এফবি ভাই ভাই, এফবি নাজমুল ও এফবি সুখতারা ট্রলার ডুবির ঘটনায় ৪৬ জেলে উদ্ধার হলেও তিন জেলে মো. সেলিম মাঝি, কালু খা ও মোস্তফা মাঝি নিখোঁজ হয়। তিন জেলে ভাসতে ভাসতে প্রায় ১৬ ঘণ্টা পর রোববার রাত সাড়ে ৩টার দিকে পূর্ব সুন্দরবনে ঢুকে পড়ে। রোববার সকালে তাদের ফিরিয়ে আনতে ট্রলার পাঠানো হয়েছে।
এদিকে, শনিবার সকালে গভীর সমুদ্রে ঝড়ো হাওয়ায় ট্রলার ডুবির ঘটনায় আরও ৫ ট্রলারসহ ৮৮ জেলে নিখোঁজ রয়েছে। ডুবে যাওয়া ট্রলারগুলো হলো, এফবি নুর ভানু, এফবি তামান্না, এফবি আবদুল্লাহ, এফবি মেহেরিন ও এফবি রুমানা।
রোববার দুপুর পর্যন্ত এসব জেলে ও ট্রলারের কোনো সন্ধান পাওয়া যায়নি।
বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মাঝি বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।