পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে ট্রলারে মাছ শিকার করতে গিয়ে বাপ এবং ২ ছেলে নিখোঁজ হয়েছেন। গত ১৫ এপ্রিল এফবি কালাম নামের একটি মাছ ধরা ট্রলার গভীর সাগরে ইলিশ ধরতে যায়। এরপর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ জেলেরা হলেন- রাঙ্গাবালীর চরমোন্তাজ বউবাজার ঘাট এলাকার মাঝি কালাম হোসেন (৫০), তার ছেলে আল-আমিন(২০) এবং শাহিন (২৮)।
জেলেদের স্বজন হালিম খান বরিশালটাইমসকে জানান- নিখোঁজ জেলেদের অনুসন্ধানে রোববার থেকে দু’টি মাছ ধরা ট্রলার তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এখনো তাদের সন্ধান মেলেনি।
চরমোন্তাজের মৎস্য আড়তদার ফয়সাল হোসেন ধারণা করছেন- ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে ভেসে যেতে পারে অথবা ডাকাতদের কবলে পড়তে পারে। নিখোঁজ জেলেদের পরিবারে চলছে কান্নার রোল।
চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফেরদৌস আলম খান বরিশালটাইমসকে বলেন- তিনজন নিখোজের বিষয়টি কোস্টগার্ড ও নৌবাহিনীকে অবহিত করেছি।
শিরোনামপটুয়াখালি