বার্তা পরিবেশক, অনলাইন:: জামায়াতে ইসলামীর নববির্বাচিত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার ও সংশ্লিষ্ট বিভাগের উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণেই দেশে অগ্নিদুর্ঘটনা প্রায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। বিদায়ী বছরে বনানীর এফআর টাওয়ার, পুরান ঢাকার চুড়িহাট্টা, কেরানীগঞ্জ ও গাজীপুরের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ছিল খুবই ভয়াবহ।
রোববার রাজধানীর মিরপুরের বাউনিয়া বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে স্থানীয়দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। তিনি ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্থ ও আশ্রয়হীন মানুষের সাথে একান্তে কথা বলেন। ঘটনা তদন্তে একটি বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনেরও দাবি করেন তিনি।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার সহকারী এস এম আব্দুল্লাহ স্বাক্ষরিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
বার্তায় বিদায়ী বছরের অগ্নিদুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, সারা দেশে বছরজুড়ে এ রকম ছোট-বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রায় ২৩ হাজার। প্রাণ হারিয়েছেন ১৮৬ জন। জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি ছাড়াও অনেকে পঙ্গুত্বও বরণ করেছেন। কিন্তু এতেও সরকার বা সংশ্লিষ্ট বিভাগের বোধদয় হয়নি।
অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে ফায়ার সার্ভিককে আধুনিকীকরণ, দক্ষ জনবল বৃদ্ধি ও সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।
রাজনীতির খবর