বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, ০৭ অক্টোবর ২০১৬
সিলেটের কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলাকারী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে। শুক্রবার জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সদর রোডের বিবির পুকুর পাড়ে এ কর্মসূচি আয়োজন করে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি শান্তু মিত্র। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সাগর, পাঠাগার বিষয়ক সম্পাদক হাসিবুল ইসলাম, পলিটেকনিক কলেজ শাখার সাধারণ সম্পাদক আল-আমিন প্রমুখ। বক্তারা নার্গিসের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
অন্যদিকে একই দাবিতে বিকালে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মানববন্ধন করেছে।