বরিশাল: বিশ্ববিদ্যালয়ের (ববি) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এস এম ইমামুল হক বলেছেন, আগামী বছর থেকে সাংবাদিকতা বিভাগ চালুর চেষ্টা করব। বরিশালে ছেলে-মেয়েরা যেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পড়ার সুযোগ পায় এ বিষয়ে কোঠা চালুর বিষয়টিও দেখা হবে। এছাড়া আগামী ডিসেম্বর চালু করা হবে তিনটি হল।
আজ মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
ভিসি আরো জানান, প্রধানমন্ত্রী বলেছেন আরো একটি ছাত্রীদের জন্য ছাত্রীনিবাস নির্মান করা হবে। তিনি সচ্ছতায় বিশ্বাসী। এবছর ভর্তি পরীক্ষার কোন প্রশ্ন বাহিরা যেতে দেয়া হয়নি।
প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সভাপতি এ্যাড. এসএম ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, বর্তমান কমিটির সহ সভাপতি এমএম আমজাদ হোসেন, গোপাল সরকার, সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ প্রমুখ।
ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ এর সঞ্চলনায় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক নুরুল আলম ফরিদ, কাজী আল মামুন, বিরেন সমদ্দার, কাজল ঘোষ, কাজী মকবুল হোসেন, মোশারফ হোসেন, জাকির হোসেন, রাহাত খান, ফেরদৌস সোহাগ, নাসির উদ্দিন, জিয়াউদ্দিন বাবু, গিয়াস উদ্দিন সুমন, মাইনুল ইসলাম, সাঈদ পান্থ, ফারুক হোসেন, এম সুহাদ, সিদ্দিকুর রহমান, শাহিন কবির প্রমুখ।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর