৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ববিতে একটি আসনের প্রেক্ষিতে লড়বেন ১৮ জন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৫৪ অপরাহ্ণ, ৩১ অক্টোবর ২০১৬

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় এবার প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৮ জন।

চলতি শিক্ষাবর্ষে ববির ৬টি অনুষদের অধীনে ২০টি বিভাগের ১ হাজার ৩৫০টি আসনের বিপরীতে ২৪ হাজার ৩৯১ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

এ তথ্য জানান, ববির জনসংযোগ কর্মকর্তা মো. ফয়সল মাহমুদ রুমি।

তিনি জানান, ভর্তি পরীক্ষার জন্য আবেদনের সময়সীমা ৩০ অক্টোবর দিবাগত রাত ১২টায় শেষ হয়েছে। এ বছর থেকে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ও দর্শন বিভাগ চালু হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, খ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ নভেম্বর সকাল ১০টা থেকে ১১টা, গ ইউনিটের ভর্তি পরীক্ষা একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ক ইউনিটের ভর্তি পরীক্ষা পরদিন ১৯ নভেম্বর বেলা ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ববির http://admission.eis.bu.ac.bd,  www.barisaluniv.edu.bd এবং www.barisaluniv.ac.bd ওয়েবসাইট থেকে জ‍ানা যাবে।

16 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন