বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, ৩১ অক্টোবর ২০১৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) চলতি শিক্ষা বর্ষ থেকে চালু হচ্ছে ‘কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ও দর্শন’ বিভাগ। ববি’র জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, স্নাতক (সম্মান) শ্রেনীর চলতি ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ওই দুই বিভাগে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। এই দুটি বিভাগ চালু হওয়ায় ববি’র বিভাগের সংখ্যা ২০ এ উন্নীত হয়েছে।
আগামী ১৮ ও ১৯ নভেম্বর ববি’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার আবেদনের শেষ সময়সীমা ছিল ৩০ অক্টোবর। আগামী ১৮ নভেম্বর সকাল ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত খ ইউনিটের, বিকেল তিনটা থেকে ৪ টা পর্যন্ত গ ইউনিটের ভর্তিচ্ছুকদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ক ইউনিটের পরীক্ষা হবে ১৯ নভেম্বর বেলা ১১ টায়। শেষ হবে বেলা সাড়ে ১২টায়।
এবার ববিতে ঘ ইউনিটের পরীক্ষা নেয়া হবে না। দেশের ৩৭ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ববিতে সর্বপ্রথম এ সিদ্বান্ত নিয়েছে। স্ব-স্ব ইউনিটে পরীক্ষা দেয়া শিক্ষার্থীরা পরিবর্তন ফি জমা দিয়ে অন্য বিভাগের ইউনিটে ভর্তি হবে।
বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীনে ২০ বিভাগের ১ হাজার ৩৫০টি আসন রয়েছে। এর বিপরীতে ২৪ হাজার ৩৯১ জন শিক্ষার্থী আবেদন করেছে। প্রতিটি আসনের বিপরীতে প্রতিযোগি ১৮ জন।