বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিবির কর্মী সন্দেহে দুই শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগের কর্মীরা। রোববার (১১ ফেব্র“য়ারি) বেলা দেড়টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ হামলার ঘটনা ঘটে।
আহত দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র মো. রিপন এবং মো. শিহাব।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আহম্মেদ শিফাত বলেন, বিশ্ববিদ্যালয় সংলগ্ন রূপাতলি কাঠালতলা এলাকায় একটি ভবনে মেস করে ছাত্রদল ও ছাত্রশিবির কর্মীরা থাকে। শিবির কর্মী রিপন ও শিহাব থাকে ওই মেসে। সেখানকার কিছু ছাত্র রয়েছে ছাত্রলীগের সমর্থক।
তারা গত বৃহস্পতিবার বরিশাল নগরীতে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যেতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মিছিলে যোগ দেয়। এ কারণে শিবির কর্মী রিপন ও শিহাব মেসে থাকা ছাত্রলীগ সমর্থকদের লাঞ্ছিত করেছে। এতে ক্ষুদ্ধ ছাত্রলীগ কর্মীরা রিপন ও শিহাবকে মারধর করেছে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন বরিশালটাইমসকে জানান, খবর পেয়ে ওই দুই শিক্ষার্থীকে পুলিশ উদ্ধার করেছে। এছাড়া ঘটনার পর থেকে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
ক্যাম্পাসের খবর, বরিশালের খবর