বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০১:২৯ পূর্বাহ্ণ, ০৩ ডিসেম্বর ২০১৮
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) অফিসার্স এসোসিয়েশন ২০১৯ সালের কার্যনির্বাহী সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে।নির্বাচনে মো. মুরশীদ আবেদীন সভাপতি ও মো. আতিকুর রহমান (আতিক) সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার অফিসার্স এসোসিয়েশনের ওই নির্বাচনে তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।এসময় প্রধান নির্বাচন কমিশনার তাদের আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা ছাড়াও ১৩ সদস্য বিশিষ্ট ২০১৯ সালের নির্বাচিত কার্যনির্বাহী কমিটি ঘোষনা করেন।
কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, সহ-সভাপতি মো. দিদার হোসেন খান, সহ-সাধারন সম্পাদক আসিফ উদ্দিন খান, কোষাধ্যক্ষ সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জাকির হোসেন, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম তালুকদার, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, সমাজ কল্যান, সাংস্কৃতিক ও ক্রিড়া সম্পাদক উম্মাতুল ইসলাম সিয়াম, মহিলা বিষয়ক সম্পাদিকা চিত্রা দেবী মন্ডল, ১নং কার্যকারী সদস্য সাযযাদ উল্লাহ মো: ফয়সাল, ২নং কার্যকারী সদস্য মিজানুর রহমান এবং ৩নং কার্যকারী সদস্য মধুসূদন হালদার।