বরিশালঃ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছেলে-মেয়েরা যখন পড়াশোনা আর বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকে। তখন এসবের পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয়ের কিছু তরুণ যুবক বানিয়ে ফেললো স্বল্পদৈর্ঘ্য চলচিত্র।যা শুধু বরিশাল নয় পুরো দেশজুড়েই ভালোভাবেই সাড়া ফেলেছে।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ ব্যাচেলর ‘ এ মূলত ব্যাচেলররা বাসা ভাড়া নিতে গিয়ে যেসব ভোগান্তিতে পড়ে সেগুলোই ফুটিয়ে তোলা হয়েছে এবং সাথে দেখানো হয়েছে কিভাবে ব্যাচেলররাই সমাজের বিভিন্ন উপকার করে থাকে।
” ব্যাচেলর ” প্রযোজক মোঃ জাওয়াদুর রহমান বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের তৃতীয় সেমিস্টারে অধ্যায়নরত অবস্থায় আছেন।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সম্পর্কে তিনি জানান, ‘ পুরোপুরি সহযোগীতার অভাবে এটার দৃশ্যায়ন করা সম্ভব হচ্ছে না। প্রথমত প্রযুক্তিগত সুবিধার জন্য কোনো নির্দিষ্ট জায়গায় দেখাতে পারছি না। দ্বিতীয়ত, সংস্কৃতিমনা কেউ এগিয়ে এসে দৃশ্যায়নে সহায়তা করছে না।স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র টাতে আমরা একটা বার্তা দিতে চেয়েছি সেই বার্তাটা মানুষ গ্রহণ করেছে।এটাই ভালো খবর।আমরা চাচ্ছিলাম এটা সমাজের সকল শ্রেণীর মানুষ দেখুক।
এতে অভিনয় করেছে নাহিদ,শাফী,রাফী,জয় এবং সুব্রত।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ইউটিউবে দেখতে ভিজিট করুন https://youtu.be/VYxNFvTLzDw
খবর বিজ্ঞপ্তি, বিনোদনের খবর