বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি ) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে দুদিনের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। সোমবার ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।
শনিবার দ্বিতীয় দিন বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস ছাড়াও নগরীর ৫টি কলেজ কেন্দ্রে ‘ক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিন পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৭৩ ভাগ। এর আগে শুক্রবার সকালে ‘খ’ ইউনিটে ৭৫ ভাগ এবং বিকেলে ‘গ’ ইউনিটে পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল ৭৮ ভাগ।
পরীক্ষা চলাকালীন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক সিন্ডিকেট সদস্য সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এমকে রহমানকে সঙ্গে নিয়ে বরিশাল নগরীর মডেল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি আলেকান্দা কলেজ, সরকারি মহিলা কলেজ, অমৃত লাল দে মহাবিদ্যালয় ও তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।
একই সময়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান অন্যান্য পরিদর্শকদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। কেন্দ্র পরিদর্শন শেষে পরিদর্শকরা ভর্তি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য বরিশালবাসীসহ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।
টাইমস স্পেশাল, বরিশালের খবর