৭ ঘণ্টা আগের আপডেট সকাল ৭:৩৯ ; মঙ্গলবার ; ডিসেম্বর ৫, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

ববি শিক্ষক সমিতির সভাপতি ইব্রাহীম ও সম্পাদক আবু জাফর

বরিশালটাইমস রিপোর্ট
১১:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৭

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. ইব্রাহীম মোল্লা সভাপতি এবং ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রভাষক আবু জাফর মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ইব্রাহীম মোল্লা ৬৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।

তার একমাত্র প্রতিদ্বন্দ্বি ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফ হোসেন পেয়েছেন ৪৩ ভোট। ৭৪ ভোট পেয়ে আবু জাফর মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাস পেয়েছেন ৩৪ ভোট।

নীল কিংবা সাদা দল নামে শিক্ষকদের আলাদা কোন প্যানেল না থাকলেও ইব্রাহীম-জাফর প্যানেল মোট ১৫টি পদের মধ্যে ১৪টি’তে জয়লাভ করেছে। আরিফ-জ্যোতির্ময় প্যানেল থেকে একমাত্র সহকারী অধ্যাপক রাশেদ মোশাররেফ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহকারী অধ্যাপক হেনা রাণী বিশ্বাস সহ-সভাপতি, প্রভাষক সরদার কায়সার আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক এবং সহকারী অধ্যাপক সমীরন রায় কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

সংখ্যাগরিষ্ঠ প্যানেলের নির্বাচিত অপর ৯ সদস্য হলেন প্রভাষক মো. ওহিদুর জামান, প্রভাষক মো. ইরফান, প্রভাষক আতিকুল হক ফরাজী, প্রভাষক মুহা. ইলিয়াস মাহমুদ, সহকারী অধ্যাপক মো. আলমগীর মোল্লা, প্রভাষক মো. মাসুম সিকদার, প্রভাষক আলমগীর হোসেন, প্রভাষক মো. মোস্তাফিজুর রহমান এবং প্রভাষক ক্যামেলিয়া খান।

মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশশ্ববিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনের ভিআইপি লাউঞ্জে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২০১১ সালে বরিশাল বিশশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর পর এটি শিক্ষক সমিতির ৬ষ্ঠ নির্বাচন।

মোট ১৪৮জন ভোটারের মধ্যে ১১৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ব্যালট গণনা শেষে মঙ্গলবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মো. তানভীর কায়ছার ফল ঘোষণা করেন।’’

ক্যাম্পাসের খবর, বরিশালের খবর

আপনার ত লিখুন :

 

ই বিের ও সা
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  নৌকাপ্রার্থীর সঙ্গে নির্বাচনী মঞ্চে, রাজাপুর বিএনপির ২ নেতা বহিষ্কার  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন অভিযোগে নৌকাপ্রার্থীকে শোকজ  বাকেরগঞ্জের আলোচিত ‘হাতকাটা’ মামুনকে কুপিয়ে হত্যা  ছাত্রদল নেতাকে না পেয়ে ছোটভাইকে ধরে নিয়ে গেলো পুলিশ  আ’লীগের সমাবেশে ‘অস্ত্র হাতে’ বিএনপি নেতা, নৌকাপ্রার্থীকে শোকজ  মনোনয়ন বাতিল শুনে কাঁদলেন গ্রাম পুলিশ  বরিশালে কিশোর-কিশোরীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণে সচেতনতা সভা  মনোনয়নপত্রে মৃত ব্যক্তির স্বাক্ষর, আটকে গেল ভোটে যাওয়ার পথ  নৌকাপ্রার্থীর নির্বাচনী সমাবেশে অস্ত্র হাতে বিএনপি নেতা (!)  বরিশালের ৬ আসনে অর্ধেকের বেশি প্রার্থী ব্যবসায়ী