বরগুনায় এক পরিবারে প্রধান শিক্ষক ও সভাপতি সরকারি অর্থ আত্মসাৎ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনা পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ৬৮নং মধ্য গোলবুনিয়াসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি বিরুদ্ধে সরকারি বরাদ্দকৃত টাকা শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন অনুদানসহ অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া যায়।
ওই প্রতিষ্ঠানে গত ২০-২১অর্থবছরে স্কুল সংস্কার বাবদ দুই লক্ষ টাকা সরকারি ভাবে বরাদ্দ হয়় ওই স্কুলে। আর সীলিপ বাবদ আরও ৫০ হাজার মোট ২ লক্ষ ৫০টাকা ওই অর্থবছরে বরাদ্দ ছিল। কিছু কাজ করে বাকি টাকা পরিবারের প্রধান শিক্ষক ও সভাপতি পাথরঘাটা শিক্ষা অফিসের সাথে যোগসাজশে করে আত্মসাৎ করেন।
২০১৯ সালে সরকারের পক্ষ থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য হাজিরা মেশিন ক্রয় করা বাবদ ৩০ হাজার টাকা দিয়েছেন। প্রধান শিক্ষক জোসনা রানী এই মেশিন ক্রয় না করে টাকা আত্মসাৎ করেন। চলতি অর্থবছরের টাকা তিনি কাজ না করে ব্যাংক একাউন্টে রেখেছেন বলে জানান ।
স্থানীয়রা বলেন দীর্ঘদিন যাবৎ প্রধান শিক্ষক জ্যোৎস্না রানী তার শশুরকে সভাপতি করে স্কুলের বরাদ্দকৃত টাকা লুটপাট করে খেয়ে আসছেন। এ বিষয়ে প্রধান শিক্ষক জোসনা রানীর কাছে জানতে চাইলে তিনি তার দুর্নীতির কথা স্বীকার করে বলেন হাজিরা মেশিন ক্রয় করার কথা ছিল আমি করতে পারি নাই টাকা আমার ব্যক্তিগত ব্যাংক একাউন্টে রেখে দিয়েছি।
শিক্ষা প্রতিষ্ঠানে আমার শশুর জমি দাতা তাই তাকে সভাপতি করেছি। উপজেলা শিক্ষা অফিসার দুর্নীতির কথা স্বীকার করে বলেন আমার শিক্ষক একা দূর্নীতি করে নাই সভাপতি ও এর সাথে জড়িত রয়েছে আমি মনে করি।
বরগুনা, বিভাগের খবর