বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০২:৩৭ অপরাহ্ণ, ২৪ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও দমকা হওয়া বা একটানা মুষলধারে বৃষ্টি নেই। বুধবার (২৩ অক্টোবর) রাত থেকেই এমন বৃষ্টি হচ্ছে।
তবে ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় বরগুনায় ৬৭৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া দুর্যোগ বেড়ে গেলে প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয়ে সর্বক্ষণিক যোগাযোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়াও ঝুঁকিপূর্ণ এলাকায় সেচ্ছাসেবী সংগঠন সিপিপি, রেড ক্রিসেন্টসহ সব সংগঠনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় জেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড় ‘দানা’ বরগুনায় আঘাত হানলে সাধারণ মানুষের জানমাল রক্ষায় জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠনের সেচ্ছাসেবীসহ ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সোসাইটি ও ছাত্ররা প্রস্তুত আছেন। এছাড়াও দুর্যোগকালীন ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিক ত্রাণ সহায়তা পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।