বরগুনায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এক ব্যক্তি আটক
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনা সদরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পরেছেন এক ব্যক্তি। বুধবার সদর উপজেলার হেউলিবুনিয়া কমিউনিটি ক্লিনিক সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। আটক ওই ব্যক্তির নাম আবদুল মালেক হাওলাদার (৪৭)। তিনি ওই উপজেলার মহিষকান্দি গ্রামের প্রয়াত সেকান্দার আলী হাওলাদারের ছেলে।
তবে পুলিশের দাবি, আটক মালেক আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান জানান, বিদ্যুতের ট্রান্সফরমা চুরি করতে গিয়ে সরঞ্জামসহ জনতার হাতে ধরা পরেন আবদুল মালেক হাওলাদার।
পরে বিক্ষুদ্ধ জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। চুরির মামলা দিয়ে মালেককে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে কাঁঠালিয়া, ভান্ডারিয়া, বামনা, পাথরঘাটা, মোংলা, বাগেরহাট সদরসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে বলে জানান ওসি মিজানুর রহমান।
বরগুনা, বিভাগের খবর