বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০১:৫৬ অপরাহ্ণ, ২৭ সেপ্টেম্বর ২০২৩
বরগুনায় দুই ব্যবসায়ীকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার আমতলী পৌর এলাকায় সরকার নির্ধারিত মূল্যে আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্য প্রয়োজনীয় কৃষিপণ্যের বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে অভিযান চালিয়েছে বরগুনা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেশি দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীকে জরিমানা হয়।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহর এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আবু জাহের। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আবু জাহের বলেন, আমতলী উপজেলায় বেশি দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় কৃষি বিপণন আইনে দুইজন ব্যবসায়ীকে ১০০০ টাকা জরিমানা করা হয়।
এবং সরকার নির্ধারিত মূল্যে কৃষিপণ্যের বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে ক্রেতা ও বিক্রেতা মধ্যে কাউন্সেলিং করা হয় এবং সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয়। এসময় বরগুনা জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আলী আজগর সবুজসহ আমতলী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।