বরগুনায় নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ
আনিসুর রহমান টুলু, বরগুনা: আমতলীর পায়রা নদীতে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ রয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিস উদ্ধার চেষ্টা করে ব্যার্থ হওয়ার পর ফায়ার সার্ভিস পটুয়াখালীর ডুবুরী দল আমতলী এসে উদ্ধার কাজ শুরু করেছে। নিখোঁজ কাওছারের নাম ছাড়া আর কোন পরিচয় জানাতে পারেনি কেউ।
জানা গেছে, আমতলী-ঢাকা নৌ রুটের এমভি শতাব্দী বাঁধন লঞ্চের কেবিন বয়ের সাথে আমতলী ঘুরতে এসে নিখোঁজ হয়েছেন কাওছার (১৩) নামের এক কিশোর। মঙ্গলবার সকালে ঢাকার সদর ঘাটে সিহাবের সাথে কাওছারের সাথে পরিচয়ের পর ওই লঞ্চে ঘুরতে মঙ্গলবার বিকেলে রওয়ানা হয়ে বুধবার সকালে আমতলী আসে কাওছার।
বুধবার দুপুর ২টার সময় দুই বন্ধু কাওছার ও সিহাব আমতলীর পায়রা নদীতে গোসল করতে নামার পর কাওছার নিখোঁজ হন। কাওয়ার নিখোঁজের সংবাদ পেয়ে স্থানীয় ডুবুরী ও ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করে তার কোন সন্ধান পাননি।
পরে পটুয়াখালীর ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দেওয়ার পর তারা আমতলী এসে উদ্ধার কাজ শুরু করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৪টা) কাওছারের মরদেহ ইদ্ধার করা সম্ভব হয়নি।
নিখোঁজ কাওছারের বন্ধু সিহাব জানায় ঢাকায় সদর ঘাটে কাওছারের সাথে মঙ্গলবার সকালে পরিচয় হয়। পরিচয়ের পর সে আমার সাথে ঘুরতে আমতলী আসে। বুধবার দুপুরের সময় আমরা দুজন গোসল করতে পাযরা নদীতে নামি। পানিতে ডুব দেওয়ার পর কাওছার না উঠায় আমি ডাক চিৎকার দিলে স্থানীয়রা একে অনেক খোজাখুজি করেও তাকে আর পায়নি। পরিচয়ের পর তার নাম ছাড়া আমি তার আর কোন কিছু জানি না।
স্থানীয় বাসিন্দা ইসমাইল নামে একজন জানান, নিখোঁজ কাওছার হয়তো সাতার জানে না। ডুব দেওয়ার পর খর¯্রােতা পায়রা নদীর পানিতে ভেসে যাওয়ায় নিখোঁজ রয়েছে। আমতলী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. গোলাম মস্তফা জানান, কাওছারের লাশ উদ্ধারের জন্য পটুয়াখালীর ডুবুরী দল কাজ শুরু করেছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তার জন্য লঞ্চঘাটে পুলিশ পাঠানো হয়েছে।
বরগুনা, বিভাগের খবর