বরগুনায় প্রধান শিক্ষকের দুর্নীতি
আনিসুর রহমান টুলু বরগুন: বরগুনা সদর উপজেলার ৯ নং ইউনিয়নের চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বশির উদ্দিন এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া যায়। ওই শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবত মোঃ বশির উদ্দিন ভার প্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ও স্থানীয়দের অভিযোগ স্কুল ফাঁকি দিয়ে চলছে দিনের পর দিন প্রধান শিক্ষক ক্ষমতার প্রভাব দেখিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর না থাকায় এই সুযোগ তিনি স্কুল ফাঁকি দিয়ে চলছেন। নিয়মিত তিনি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত না হয়ে সপ্তাহে একদিন উপস্থিত হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করেন পুরো সপ্তাহের ।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বশির উদ্দিন তিনি বছরের তিন মাস তরমুজ চাষে ব্যস্ত থাকে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি না হয়ে।রয়েছে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার ছবি টানিয়ে রেখেছেন আলমারির পিছনে। বিগত দিনে স্কুলের ক্ষুদ্র মেরামত স্লিপ বরাদ্দ রুটিন মেনটেন্স এর টাকা স্কুলের কাজে ব্যয় না করে অর্থ আত্মসাৎ করেন তিনি।
স্কুলের ওয়াশরুম ও বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন না থাকায় কোমলমতি শিক্ষার্থীদের যেতে হয় বিভিন্ন জায়গায়। শিক্ষা প্রতিষ্ঠানে নেই বঙ্গবন্ধুর কর্নার স্কুলের কক্ষে রয়েছে ধানের বস্তা আব্দুল হালিম মিয়া বলেন প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে আমি রেখেছি। স্কুলের খাতায় রয়েছে ছাত্র-ছাত্রীর সংখ্যা অনেক উপস্থিতির সংখ্যা দেখা যায় ৫ থেকে ৭ জন।
বর্তমান কমিটির সভাপতি আনসার উদ্দিন বলেন চার মাস আগে কমিটি হয়েছে এখন পর্যন্ত প্রধান শিক্ষক আমাকে নিয়ে কোন মিটিং করেননি এবং স্কুলের নামে যে টাকা বরাদ্দ হয়েছে তাও তিনি আমাকে বলেননি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বশির উদ্দিন মুঠোফোনে বলেন আমি স্কুলের কাজে ব্যস্ত আছি।
দুর্নীতির বিষয় জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক বলেন আমি টিও এটিও দের বলছি বিষয়টি তদন্তের জন্য। উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুব্রত বলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় আমাকে বলেছেন বিষয়টি আমি তদন্ত করে দেখব।
বরগুনা, বিভাগের খবর