বরগুনায় বজ্রপাতে ইউপি সদস্যের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী এলাকায় বজ্রপাতে মোস্তফা বিশ্বাস (৬৫) নামে এ ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। মোস্তফা ওই গ্রামের বাসিন্দা ও চাওড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ছিলেন।
জানা গেছে, নিজ ফসলি জমিতে কাজ করে বাড়ি ফিরছিলেন মোস্তফা। পথে বৃষ্টি শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিকেল সাড়ে ৫টার দিকে মরহুমের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, বজ্রপাতে সাবেক ইউপি সদস্যের মৃত্যুর বিষয়ে থানায় কেউ অবহিত করেনি।
বরিশালের খবর, বিভাগের খবর