বরগুনায় শেখ রাসেলের জন্ম দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন দেখা যায়নি
আনিসুর রহমান টুলু বরগুনা: বরগুনা বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের ৩৭ নং করুণাম মোকামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শেখ রাসেলের জন্ম দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায়নি জাতীয় পতাকার উত্তোলন।
স্থানীয়দের অভিযোগ আজকে একটা বিশেষ দিনে বারোটা ত্রিশ মিনিটের পর শিক্ষা প্রতিষ্ঠানে দেখা মেনে নেই জাতীয় পতাকার। এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির শেষ নেই।
ক্ষমতার প্রভাব দেখিয়ে সরকারের নিয়ম নীতি তক্তা না করে চালাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান। এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন স্কুল ছুটি দিয়ে আমরা বাড়িতে চলে আসছি। আমার ভুল হয়েছে।
বঙ্গবন্ধুর ও জননেত্রী শেখ হাসিনার ছবি টানানো হয়েছে আলমারির পিছনে। এ বিষয়ে বেতাগী উপজেলার শিক্ষা অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন প্রধান শিক্ষককে আমি জিজ্ঞাসা করব তিনি শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কি কি অনুষ্ঠান পালন করছেন আমি জিজ্ঞাসা করব। এবং জাতীয় পতাকা উত্তোলনের বিষয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরগুনা, বিভাগের খবর