বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৫:৩০ অপরাহ্ণ, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
বরগুনায় ২০ হাজার মিটার কারেন্ট জাল বিনষ্ট
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনা সদর উপজেলায় ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় ঘটনাস্থল থেকে কেউ আটক যায়নি। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সদর উপজেলার চালিতাতলি এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসানের সঙ্গে অভিযানে উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ অফিসার মো. নাজমুস সাকিব, সহকারী মৎস্য কর্মকর্তা নয়ন চন্দ্র শীল, মৎস্য অধিদপ্তরের সদস্যরা ও পুলিশ সদস্যরা।