পটুয়াখালীর বাউফল উপজেলার হাফিজুর রহমান বিজয়কে গ্রেফতারের পর থানা হেফাজতে রেখে নির্যাতনের অভিযোগে এএসপি (সার্কেল) সাইফুল ইসলাম এবং বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকিকে স্বশরীরে হাজির হতে বলেছে হাইকোর্ট।
আগামী ২৭ ফেব্রুয়ারি তাদের আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে নির্যাতনের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্ত করে পুলিশ মহা-পরিদর্শককে (আইজিপি) আদালতে প্রতিবেদন দাখিল করতেও নির্দেশনা দেয়া হয়েছে।
বিজয়ের মা জোছনা বেগমের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
শিরোনামখবর বিজ্ঞপ্তি, টাইমস স্পেশাল, বরগুনা