৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

বরগুনার দুটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা…

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:২৪ অপরাহ্ণ, ২৬ নভেম্বর ২০২৩

বরগুনার দুটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা…

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। আজ রোববার (২৬ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিন বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করে দলটি। ৩০০ আসনের মধ্যে দুটিতে এখনো প্রার্থী চূড়ান্ত করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ। আসনগুলো হলো- কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫। এই দুটি আসনে প্রার্থী পরে ঘোষণা করা হবে।

এর আগে ২৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা জেলায় ২টি আসন রয়েছে। এই আসনগুলোতে যারা আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন-

বরগুনা-১ ধীরেন্দ্র দেবনাথ শমভু।

বরগুনা-২ সুলতানা নাদিরা।

58 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন