বরগুনার বিষখালী নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে লাশটিকে ভাসমান অবস্থায় বিষখালী নদীর বড়ইতলা নামক স্থান থেকে উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জোয়ারের পানিতে লাশটি পশ্চিম দিক থেকে ভেসে বড়ইতলা ফেরিঘাট এলাকায় আসে। এরপর স্থানীয়রা লাশটিকে ভাসতে দেখে বরগুনা সদর থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে আসেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান বরিশালটাইমসকে বলেন, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত মৃতদেহটি একটি পুরুষের। বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ হবে। লাশটির বিভিন্ন অংশ পচে নষ্ট হয়ে গেছে। তাই শনাক্ত করা যায়নি।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।’
বরগুনা