বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বরগুনার মশিউর রহমান শিহাব। যাচাই বাছাই শেষে মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে ৯৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক তিন বছর মেয়াদী এ উপ-কমিটি অনুমোদন করেণ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ড. আবদুস সোহান গোলাপ।
এর আগেও মশিউর রহমান শিহাব বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক হিসেবে দায়ীত্ব পালন করেণ। এছাড়াও তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়ীত্ব পালন করছেন।
শিহাব বরগুনা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে একজন। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে জয় লাভের আশায় সাবেক এই ছাত্রনেতা ইতোমধ্যেই বরগুনার দরিদ্র ও হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে দান অনুদান আর সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
বরগুনা