৭ ঘণ্টা আগের আপডেট সকাল ৭:৩৭ ; মঙ্গলবার ; ডিসেম্বর ৫, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

বরগুনায় অপহরণকারীর যাবজ্জীবন

বরিশালটাইমস রিপোর্ট
৭:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৬

বরগুনায় অপহরণ মামলায় রবিউল ইসলাম মামুন নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে এক স্কুল শিক্ষিকাসহ অপর তিনজনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার অন্য তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জুলফিকার আলী এ রায় দেন।

 

দণ্ডিতদের মধ্যে বরগুনার কলেজ রোড এলাকার বাসিন্দা মো. আবদুর রব এর ছেলে মো. রবিউল ইসলাম মামুন (২৮) কে নারী ও শিশু নির্যাতন দমন ২০০৩ এর সাত ধারায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা ও ৯ এর এক ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে মামুনের বড় বোন ইরানি বেগম (৩৩) ও তার স্বামী চরকলোনী এলাকার বাসিন্দা মো. খবিরের ছেলে মোঃ বাদল (৩৭) এবং মামুনের বন্ধু পিটিআই রোডের বাসিন্দা মোঃ কালামের ছেলে মোঃ রুবেল (২৮) কে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এর সাত ও ৩০ ধারায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

 

দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ইরানি বেগম বরগুনার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৭ মে বরগুনার ডিকেপি রোডের বাসা থেকে এক তরুণীকে তার মা অসুস্থ বলে বাসা থেকে নিয়ে যায়। এরপর থেকেই নিখোঁজ ছিলেন ওই তরুণী। এ ঘটনায় অপহৃত তরুণীর বাবা বাদী হয়ে সাতজনকে আসামি করে বরগুনা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

 

এ ঘটনার তিন মাস পরে ঢাকার পল্লবীর একটি বাসা থেকে মুমুর্ষ অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বাবুল জানান, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এ রায় দেওয়া হয়েছে। উচ্চ আদালতেও এ রায় অপরিবর্তীত থাকবে বলে তিনি মন্তব্য করেন।

টাইমস স্পেশাল, বরগুনা

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  নৌকাপ্রার্থীর সঙ্গে নির্বাচনী মঞ্চে, রাজাপুর বিএনপির ২ নেতা বহিষ্কার  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন অভিযোগে নৌকাপ্রার্থীকে শোকজ  বাকেরগঞ্জের আলোচিত ‘হাতকাটা’ মামুনকে কুপিয়ে হত্যা  ছাত্রদল নেতাকে না পেয়ে ছোটভাইকে ধরে নিয়ে গেলো পুলিশ  আ’লীগের সমাবেশে ‘অস্ত্র হাতে’ বিএনপি নেতা, নৌকাপ্রার্থীকে শোকজ  মনোনয়ন বাতিল শুনে কাঁদলেন গ্রাম পুলিশ  বরিশালে কিশোর-কিশোরীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণে সচেতনতা সভা  মনোনয়নপত্রে মৃত ব্যক্তির স্বাক্ষর, আটকে গেল ভোটে যাওয়ার পথ  নৌকাপ্রার্থীর নির্বাচনী সমাবেশে অস্ত্র হাতে বিএনপি নেতা (!)  বরিশালের ৬ আসনে অর্ধেকের বেশি প্রার্থী ব্যবসায়ী