১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরগুনায় অ্যাম্বুলেন্স খাদে পড়ে যুবক নিহত, আহত ৫

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, ০৪ জুন ২০১৭

বরুগনার শহরের শাখারিয়া এলাকায় পটুয়াখালী-কুয়াকাটা সড়কে একটি অ্যাম্বুলেন্স খাদে পড়ে এক যুবক নিহত হয়েছেন। এসময় অঅহত হয়েছেন একই পরিবারের ৪ জনসহ মোট পাঁচ জন।

রোববার (০৩ জুন) ভোর সাড়ে ৬টার দিকে অ্যাম্বুলেন্সটির চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও আহতদের সাথে কথা বলে জানা গেছে- বরগুনার তালতলী উপজেলার ছোটভাইজোড়া গ্রামের অসুস্থ সোহরাব সরদার ও পরিবারের অন্যান্যদের নিয়ে তার পুত্র পারভেজুল ইসলাম টনি অ্যাম্বুলেন্সযোগে ঢাকা থেকে তালতলী ফিরছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের খাদে পড়লে পারভেজুল ইসলাম টনি (৩৮) ঘটনাস্থলেই নিহত হন।

এ সময় গাড়ির চালক আলী আকবর (৩৫) মনির (৩৩), জাপল (৩০), তাসলিমা (২৮) এবং সোহরাব সরদার (৭০) গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্লাহ বরিশালটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।”

15 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন