বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০১:৪৩ অপরাহ্ণ, ১৫ মার্চ ২০১৬
বরগুনা: জেলার পুরাকাটা থেকে ডাকাতির প্রস্তুতির সময় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্দেহভাজন ডাকাত সরদার দেলোয়ারকে (৩৬) আটক করেছে পুলিশ।
সোমবার রাত দেড়টার দিকে তাকে আটক করা হয়।
বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ হোসেন জানান, ডাকাতের টের পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয় এবং ডাকাত দলটিকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। ডাকাতরা দৌড়ে পালানোর সময় দলের সরদার দেলোয়ারকে আটক করতে সক্ষম হয় পুলিশ ও জনতা। এ সময় ১টি বন্দুক, ৪টি গুলি, ৫টি হাত বোমা, রামদা, ও মুখোশসহ ডাকাতির বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, পটুয়াখালী জেলার কলাগাছিয়া এলাকার কুখ্যাত ডাকাত এই দেলোয়ারের বিরুদ্ধে প্রায় এক ডজন ডাকাতি মামলা রয়েছে।