বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৯:২৬ অপরাহ্ণ, ২০ অক্টোবর ২০১৬
বরগুনা: বরগুনার বামনা উপজেলার সোনাখালী বাজারে মাদক বিক্রয়ে বাধা দেওয়ায় জাহাঙ্গীর হোসেন বাদল নামে এক ইউপি সদস্যকে (মেম্বর) মারধর করেছে মাদক ব্যবসায়ী ও তার সহযোগীরা।
এ ঘটনায় মো. ছগীর নামে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় সোনাখালী বাজারে ছগিরের দোকানে বসে ইলিয়াছ নামে এক ব্যক্তি গাঁজা ও ইয়াবা বিক্রি করছিলেন। খবর পেয়ে ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন তাকে বাধা দিতে যান। এতে ক্ষিপ্ত হয়ে ইলিয়াছ ও তার সহযোগীরা জাহাঙ্গীর হোসেনের ওপর হামলা চালায়।
এ সময় তাকে বাচাঁতে গিয়ে মো. আয়নাল হক (৩০) ও আবুল বাশার (৪৫) নামে দু’জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে ইলিয়াছসহ তার সহযোগী মো. রাসেল মো. ইউনুস, মজিবর, ও ছগীরকে আসামি করে বামনা থানায় মামলা দায়ের করেন।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, ইলিয়াছ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মামলা দায়েরের পর তার সহযোগী ছগীরকে গ্রেফতার করা হয়েছে। মাদক বিক্রেতা ইলিয়াছ ও রাসেলকে গ্রেফতারের চেষ্টা চলছে।