বরগুনায় ইলিশের কেজি ২৮০০, ক্রেতার মাথায় হাত
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সারাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। নিত্যপন্যের পাশাপাশি মাছ, মাংস ও সবজির বাজারও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। এমনকি উপকূলীয় জেলা হওয়া সত্ত্বেও বরগুনায় মাছের দাম আকাশ ছোঁয়া।
রোববার (২৮ আগস্ট) সন্ধ্যায় বরগুনা পৌর মাছ বাজারে মাছ কিনতে আসেন মহিউদ্দিন অপু নামে স্থানীয় এক সংবাদকর্মী। ঘণ্টাখানেক বাজার ঘুরেও মাছ কিনতে পারেবনি তিনি। খালি ব্যাগ নিয়েই বাড়ি ফিরতে হয়েছে তাকে।
প্রতিবেদকের সঙ্গে কথা হলে আক্ষেপ করে ওই সংবাদকর্মী বলেন, বরগুনা সমুদ্র উপকূলীয় জেলা হওয়া সত্ত্বেও মাছের যে চড়া দাম, তাতে মনে হয় আমাদের মতো সাধারণ মানুষেরা মাছ না খেয়েই থাকতে হবে।
ভাবা যায়, এক কেজি ইলিশের দাম ২৮০০ টাকা! যা কিনতে হলে আমাদের প্রায় একমাসের বেতনই শেষ। আবু সালেহ নামের এক আইনজীবী সহকারী বলেন, আমি মেসে থাকি। আজ মাছ ও সবজি কিনতে আমাদের ৫০০ টাকা বরাদ্দ করা হয়।
কিন্তু এই টাকায় পরিমাণ মতো মাছ ও সবজি কেনা সম্ভব নয়। তাই ৫০০ টাকা কেজি দরের আধা কেজি চিংড়ি ও অল্প কিছু সবজি কিনে ফিরতে হয়েছে আমাকে।
বরগুনা পৌর মাছ বাজারের খুচরা বিক্রেতা কামাল বলেন, আজ বাজারে চিংড়ি মাছের কেজি ৫০০ টাকা। বড় সাইজের ইলিশের কেজি ২৮০০ টাকা থেকে ৩ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। তবে পুকুর ও ঘেরের চাষ জাতীয় মাছের দাম কিছুটা কম রয়েছে।
বরগুনা পৌর মাছ বাজারে খুচরা মাছ বাজারের আড়তদার লিটন মিয়া বলেন, সমুদ্রে ঝড়ের কারণে জেলেরা মাছ শিকার থেকে বিরত ছিল। তাই স্থানীয় নদীগুলোর মাছ দিয়ে এই অঞ্চলের চাহিদাপূরণ করা হচ্ছে। চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম থাকার কারণে মাছের দাম আগের তুলনায় বেড়ে গেছে।
বরগুনা, বিভাগের খবর