বরগুনার পাথরঘাটা উপজেলায় ১৩টি ট্রলারে বিপুল পরিমাণ ইলিশের পোনাসহ ৫০ জনকে আটক করেছে পুলিশ। সেই সাথে বেশ কিছু অবৈধ জালও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার বলেশ্বর নদী সংলগ্ন রূহিতার খাল এলাকা থেকে ওই ৫০ জনকে আটক করা হয়।
তাঁরা সকলেই জেলে ও মৎস্য ব্যবসায়ী বলে জানিয়ে পুলিশ।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক শনিবার বেলা সোয়া ১টার দিকে বরিশালটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করার প্রক্রিয়া চলমান। জব্দ করা অবৈধ জাল ও ইলিশের পোনার পরিমাণ নির্ধারণেরও প্রক্রিয়া চলছে।’’
শিরোনামখবর বিজ্ঞপ্তি, টাইমস স্পেশাল, বরগুনা