৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে কেন্দ্র দখল

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:১৭ অপরাহ্ণ, ২২ মার্চ ২০১৬

বরগুনার জেলার পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপনের নেতৃত্বে তিনটি ইউনিয়নের সবকটি কেন্দ্র দখল করে নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ইউনিয়ন গুলো হচ্ছে, চরদোয়ানী, নাচনাপাড়া ও কাঁঠালতলী। এছাড়া অন্যান্য ইউনিয়নেও বিভিন্ন কেন্দ্র দখল করে নৌকা প্রতীকে সিল মারছে তারা।

মঙ্গলবার বেলা ১১ টার আগেই তারা উক্ত ইউনিয়নগুলো কেন্দ্র দখল করে নেয়।

চরদোয়ানী ইউনিয়নে বিএনপি প্রার্থী কামরুল ইসলাম অভিযোগ করে জানান, ‘আওয়ামী লীগের লোকজন জোর করে সবগুলো কেন্দ্র দখল করে নিয়ে গেছে। আমি মৌখিকভাবে রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্টদেরকে বিষয়টি জানিয়েছি।’

নাচনাপাড়া ইউনিয়নে বিএনপি প্রার্থী কামরুজ্জামান জানান, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপনের নেতৃত্বে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার ইউনিয়নের সবগুলো কেন্দ্র সকাল সাড়ে ১০ টার আগেই দখল করে নিয়ে গেছে।

তিনি বলেন, ডিসি, রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে বলেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না।

43 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন