বরগুনায় এসএসসি পরীক্ষায় নকল করায় পরীক্ষার্থী বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার তালতলীতে পরীক্ষায় নকল করার অভিযোগে এক এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার বরিশাল বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় উপজেলার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীর নাম আবদুল কাদের। তিনি লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। জানা গেছে,উপজেলার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলছিলো। কেন্দ্রের ৮ নম্বর কক্ষে নকল করে পরীক্ষার খাতায় লিখছিলেন আবদুল কাদের। বিষয়টি নজরে আসে কেন্দ্রের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তার। পরে তাকে বহিষ্কার করা হয়।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে কেন্দ্র সচিব পরিমল চন্দ্র দৈনিক শিক্ষাডটকমকে বলেন, মঙ্গলবার সকালে এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিলো। পরীক্ষার শেষ সময়ে কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা পরিদর্শনে গিয়ে নকল করায় এক শিক্ষার্থীকে বহিষ্কার করেন।
বরগুনা, বিভাগের খবর