বরগুনার আমতলী উপজেলার গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের জেএসসি পরীক্ষা কেন্দ্রে’র নির্মাণাধীন সম্প্রসারিত ভবনের একটি অংশ আজ শুক্রবার সকালে ধ্বসে পরেছে। এতে নির্মাণ শ্রমিক নুরু উদ্দিন (৫০) আহত হয়। আহতকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে আসন্ন জেএসসি পরীক্ষা কেন্দ্র। এ বছর এ কেন্দ্রে ৫ শ’৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করবে। ওই বিদ্যালয় ভবনে স্থান সংকুলন না হওয়ায় নিজস্ব অর্থায়নে ক্যাম্পাসে সাইড ওয়াল কাম টিনসেট ভবনের নির্মাণ কাজ চলছে। শুক্রবার সকালে শ্রমিকরা কাজ করার সময়ে ভবনের সামনের সাইড ওয়ালের একটি অংশ ধ্বসে পরে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান শিকদার বলেন নিম্নমানের কাজ হয়নি। এটি একটি দুর্ঘটনা। আল্লাহ রক্ষা করছে পরীক্ষা চলাকালীন সময়ে ঘটেনি। কেন্দ্রে পরীক্ষার্থীদের স্থান সংকুলনে কোন সমস্যা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন কোন সমস্যা হবে না।
আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা জানান খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।