বরগুনার আমতলী উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় কাওছার (২০) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন। উপজেলার কড়াইবাড়িয়া নামক এলাকাল আমতলী-তালতলী সড়কে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত কাওছার তালতলীর চরপাড়া গ্রামের আলাল আকনের ছেলে। সে পটুয়াখালীর বল্লবপুর হাফেজিয়া মাদরাসার ছাত্র।’’
প্রত্যক্ষদর্শীরা জানায়- কাওছার আমতলী থেকে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। কড়ইবাড়িয়া বাজারে পৌঁছা মাত্র বিপরীত দিক থেকে দ্রুত গতিতিতে চালিয়ে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে কাওছার গুরুতর আহত হন।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।’’
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বরিশালটাইমসকে জানান- আমতলী পুলিশে খবরের ভিত্তিতে কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে। এখনো কোন মামলা হয়নি।’’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্লাহ বরিশালটাইমসকে জানান- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনার মর্গে পাঠানো হয়েছে। থানায় আপমৃত্যু মামলা হয়েছে।’’
বরগুনা