বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৩:০৯ অপরাহ্ণ, ২৬ জুলাই ২০১৬
জেলার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছে ফারুক সিকদার (৪৫) নামে এক ব্যক্তি। এ ঘটনায় এলাকাবাসী ধর্ষককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
সোমবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। ভিকটিম মেয়েটি বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের হতদরিদ্র দিনমজুরের মেয়ে।
স্থানীয় ও এজাহার সূত্রে জানা যায়, অভাব অনাটনের কারণে কিশোরীর লেখাপড়া করা সম্ভব হয়নি। দারিদ্রতার সুযোগে পাশের বাড়ির লম্পট মুদি দোকানদার মো. ফারুক সিকদার (৪৫) এক বছর ধরে বিভিন্ন সময়ে কিশোরীকে কু-প্রস্তাব দেয়াসহ বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক করার চেষ্টা চালিয়ে আসছিল।
সোমবার রাত সাড়ে আটটার দিকে কিশোরী পাশের বাড়িতে টিভি দেখার জন্য ঘর থেকে বের হলে সামনের রাস্তায় ওৎ পেতে থাকা ফারুক সিকদার তার মুখ চেপে ধরে আবু সিকদারের বাগানে নিয়ে ধর্ষণ করে। এ সময় কিশোরীর ডাক চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করে এবং ধর্ষককে আটক করে থানায় সোপর্দ করে। এ ঘটনায় কিশোরী বাদী হয়ে বামনা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।
এ বিষয়ে বামনা থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, প্রাথমিকভাবে ধর্ষণের ঘটনা প্রমাণিত হয়েছে। ধর্ষক এ কথা স্বীকারও করেছে। মঙ্গলবার (২৬ জুলাই) ধর্ষিতা কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা হাসপাতালে এবং আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে বরগুনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।