বরগুনার পাথরঘাটায় কোটি টাকা মূল্যের চারটি তক্ষক ও দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছে পথরঘাটা থানা পুলিশ।
আটকরা হলেন- নাচনাপাড়া ইউনিয়নের হারুন অর রশিদ (৫২), কমল (৪০), চরদুয়ানি ইউনিয়নের হাসান (৪০) এবং ক্রেতা বরগুনার আব্দুল লতিফ (৫০)।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজেতে প্রেরণ করা হয়।
এর আগে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সালমা সাহান বিউটির বাড়িতে অভিযান চালিয়ে তক্ষক ও দেশীয় অস্ত্রসহ তাদের আটক করে পুলিশ।
সংশ্লিষ্ট পাথরঘাটা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম বরিশালটাইমসকে জানান, নাচনাপাড়া গ্রামের হারুন অর রশিদের বাড়িতে তক্ষক কেনাবেচা চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারটি তক্ষকসহ তাদের আটক করা হয়।
আসামিদের বিরুদ্ধে বন আইন ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। তাদের ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি নেওয়া হবে।
এ ব্যাপরে সাবেক ইউপি সদস্য সালমা সাহান বিউটি বরিশালটাইমসকে বলেন, আমি ও আমার স্বামী এ অপরাধের সঙ্গ জড়িত না। শত্রুপক্ষ আমাদেরকে ফাঁসিয়েছে।”
শিরোনামখবর বিজ্ঞপ্তি, টাইমস স্পেশাল, বরগুনা