বরগুনায় খাল থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার পাথরঘাটায় খাল থেকে ভাসমান অবস্থায় ছগির হোসেন (৩৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বাশতলা এলাকার স্টিল ব্রিজের পশ্চিম পাশ থেকে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। এর আগে সকাল সাড়ে ৭ টার দিকে স্থানীয় ইয়াসিন মিয়া মাছ শিকার করার সময় লাশ ভাসতে দেখেন।
ছগির একই এলাকার মো: খোরশেদ খলিফার দ্বিতীয় ছেলে। ছগিরের ভাই জলিল খলিফা জানান, গতকাল বিকেলে ছগির বাশতলা বাজারে আসেন। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে লাশ ভাসতে দেখে লোকজন খবর দেয়। পরে সেখানে গিয়ে ভাইয়ের লাশ দেখতে পাই।
তিনি আরো জানান, বাড়ির পাশের জাকারিয়া ফরাজির বাবার সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগেও দা নিয়ে হত্যা করার হুমকি দেয় তারা। তারাই এই কাজ করেছেন বলে ধারণা তার।
অভিযুক্ত জাকারিয়া জানান, তারা যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। তাদের সাথে জমিজমা নিয়ে বিরোধ থাকায় তারা এ অভিযোগ করেছেন। পাথরঘাটা থানা উপ পরিদর্শক (এসআই) মো: আব্দুল জলিল জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।
বরগুনা, বিভাগের খবর