১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরগুনায় গৃহবধূকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে আহত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, ১৭ জানুয়ারি ২০১৮

বরগুনা শহরে যৌতুক না দেওয়ায় ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের গাজী মাহমুদ গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

আহত গৃহবধূ বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৬ জনকে আসামি করে মামলা করেছেন। আদালতের বিচারক মো. জুলফিকার আলী খান মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ জামান বরিশালটাইমসকে জানান- এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে করা মামলার আসামিরা হলেন- গাজী মাহমুদ গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে মো. ইদ্রিস, মোসা. রুবিনা, কাওসার, রিপন, হায়দার ও সেন্টু।

মামলার বাদী নির্যাতিত গৃহবধূ বরিশালটাইমসকে জানান- আসামি ইদ্রিসের সঙ্গে ২০০৬ সালের ২৮ সেপ্টেম্বর তার বিয়ে হয়। বিয়ের পর থেকে ইদ্রিস পাঁচ লাখ টাকা যৌতুকের জন্য ওই গৃহবধূকে চাপ দেন। গৃহবধূ যৌতুক দিতে অস্বীকার করলে তাকে আসামিরা শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করতেন।

গত শনিবার সকালে গৃহবধূ যৌতুক দিকে অস্বীকার করায় তাকে আসামি ইদ্রিস ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করেন। এসময় অন্য আসামিরাও তাকে নির্যাতন করেন।

ওই গৃহবধূ বলেন- আসামিদের নির্যাতনে আমি তিনদিন পাথরঘাটা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর মামলা করেছি।’

16 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন