বরগুনা: বরগুনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বরগুনা স্টেডিয়ামে শুরু হয়েছে পঞ্চম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৬। বৃহস্পতিবার বিকেলে বরগুনা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন, বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউস।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরগুনার জেলা প্রশাসক ড. মোহাঃ বশিরুল আলম, বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম, বরগুনা জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্বাস হোসেন মন্টু মোল্লা, বরগুনা পৌরসভার মেয়র মোঃ শাহাদাত হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন প্রমূখ।
টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করেছে এবং প্রতিটি দলে খেলছেন দেশের নামিদামী খেলোয়ারসহ একাধিক বিদেশী খেলোয়ারও।
বরগুনা সদর উপজেলা ও আমতলী উপজেলার মধ্যকার উদ্বোধনী খেলায় আমতলী উপজেলা বরগুনা সদর উপজেলাকে ৩-১ গোলে পরাজিত করে। উত্তেজনাপূর্ণ উদ্বোধনী খেলায় কয়েক হাজার দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
শুক্রবারের খেলায় মুখোমুখি হবে বরগুনার বামনা উপজেলা ও বরিশাল।
বরগুনা