৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম

বরগুনায় জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:১৩ অপরাহ্ণ, ২৫ আগস্ট ২০১৬

“রাষ্ট্রের বিরুদ্ধে জঙ্গিবাদ ও সন্ত্রাস, রুখে দাঁড়াও বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জঙ্গিবিরোধী মানববন্ধন ও সমাবেশ করেছে বরগুনা প্রেসক্লাব। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধন চলাকালীন সমাবেশে প্রেসক্লাব সভাপতি মো.হাসানুর রহমান ঝন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- বরগুনা জেলা প্রশাসক ড.মো.বশিরুল আলম, পুলিশ সুপার বিজয় সবাক পিপিএম,সিনিয়র সাংবাদিক আ. আলিম হিমু, আনোয়ার হোসেন মনোয়ার, চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল, অ্যাড. গোলাম মোস্তফা কাদের, অ্যাড. সঞ্জিব দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহসহ প্রমুখ।  বরগুনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

বক্তারা দেশের সাম্প্রতিক জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

28 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন