বরগুনায় জাল সনদধারী অধ্যক্ষের অপসারণ ও গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার আমতলীর বকুল নেছা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষের অপসারণ ও গ্রেফতার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন একই কলেজের শিক্ষকরা। জাল সার্টিফিকেট দেখিয়ে আইন বহির্ভূতভাবে অধ্যক্ষের পদ দখল করে রাখার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ওই অধ্যক্ষের নাম মো: ফোরকান মিয়া।
মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে ফোরকান মিয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন একই কলেজের শিক্ষক-শিক্ষিকারা। এ সময় ভুয়া সার্টিফিকেট দেখিয়ে অধ্যক্ষের দায়িত্ব পালন করায় তাকে অপসারণ এবং অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে আমতলী বকুল নেছা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী আক্তার বলেন, ‘জাল সার্টিফিকেটধারী অবৈধ অধ্যক্ষ ফোরকান মিয়া স্থানীয় প্রভাবশালী মহলের মদদে দীর্ঘদিন যাবত অবৈধভাবে অধ্যক্ষের পদ দখল করে প্রতিষ্ঠানের অর্থিক অনিয়মসহ বিভিন্ন অনিয়ম করে আসছে।
তিনি আরো বলেন, তাকে বিএ পাস ডিগ্রী সনদ প্রদানকারী প্রতিষ্ঠান কথিত প্রিমিয়ার ইউনির্ভাসিটি অব সাইন্স এন্ড টেকনোলজি’র ভিসিসহ বেশ কয়েকজন জাল সার্টিফিকেটধারীকে ইতোমধ্যে গ্রেফতার করে শাস্তিমূলক ব্যবস্থা করা হয়েছে। আমতলী বকুল নেছা মহিলা ডিগ্রী কলেজের অন্যান্য শিক্ষকরাও জাল সার্টিফিকেটধারী অবৈধ অধ্যক্ষের অপসারণ ও গ্রেফতার চেয়ে সংবাদ সম্মেলন অংশগ্রহণ করেন।
বরগুনা, বিভাগের খবর