বরগুনা: দ্বিতীয় বারের মত বরগুনায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জোছনা উৎসব উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা থেকে রাতভর বরগুনার বিষখালী নদীর খাগদনের মোহনায় এ উৎসব উদযাপন করা হয়।
এ উৎসবে বরগুনার সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রায় দুই শতাধিক ব্যক্তি অংশ নেয়। এছাড়াও জোছনার গান, কবিতা আবৃত্তি, বিষখালী নদীতে দ্বীপালী ভাসিয়ে এ উৎসব পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক, অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ, খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য চিত্তরঞ্জন শীল, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আলীম হিমু ও জহিরুল হাসান বাদশা, প্রবীণ ক্রীড়া ব্যক্তিত্ব মীর বজলুর রহমান, কমিউনিটি পুলিশিং বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক সুখরঞ্জন শীল, খেলাঘর বরগুনার সভাপতি মনিরুজ্জামান নসা, বরগুনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তারুজ্জামান বাহাদুর, বরগুনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আহাদ সোহাগ, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি মির্জা এসআই খালিদ, সাবেক সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা, বরগুনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. গোলাম মোস্তফা কাদের ও মো. জাফর হোসেন হাওলাদার, উন্নয়ন সংগঠন জাগোনারী ও ডোক্যাপের প্রধান নির্বাহী হোসনে আরা হাসি ও মাসুদ আলম, বরগুনা জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবু প্রমুখ।
খবর বিজ্ঞপ্তি, বরগুনা