বরগুনা ডোবা থেকে আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার (ডিবি) সদস্যরা। মঙ্গলবার (০৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের টাউন এলাকার পুরনো টিঅ্যান্ডটি ভবনের পাশের একটি ডোবায়অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর বরিশালটাইমসকে বলেন- গোপন সংবাদের ভিত্তিতে জেলার টাউন এলাকার পুরনো টিঅ্যান্ডটি ভবনের পাশের একটি ডোবায় ডুবনো একটি বস্তা থেকে তিনটি ডেগার, চার ছুরি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
শিরোনামবরগুনা