বরগুনা সদর উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের কদমতলা টু নয়া বাজার রাস্তায় দীর্ঘদিন ধরে তিনটি বড় বড় গর্ত তৈরি হয়। ফলে এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করতে গিয়ে গর্তে পড়ে সিমাহীন দুর্ভোগের শিকার হন হাজার হাজার পথচারী। তাছাড়া প্রতিদিন অটোরিক্সাশাসহ যানবাহন এ গর্তে পড়ে বড় ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে।
এমন ঝুকিপূর্ণ সড়কটি দেখেও সমস্যা নিরসনে স্থানীয় জনপ্রতিনিধিরা কোন পদক্ষেপ গ্রহণ করেনি।
কিন্তু দুর্ভোগের বিষয়টি দেখে বসে থাকতে পারলো তরুণ সমাজ। স্থানীয় আতিকুজ্জামান বাবুর নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একদল তরুণ উদ্দ্যোগ নিয়ে নিজস্ব অর্থায়ন এবং পরিশ্রমে মাটি কেটে গর্ত তিনটি ভরাট করে। ফলে সড়কটি চলাচলের উপযোগী হয়।
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এ ব্যপারে আতিকুজ্জামান বলেন- আমি কোন নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য স্বেচ্ছায় কাজটি করিনি। বিবেকের তাড়নায় এলাকার মানুষের দুর্ভোগের বিষয়টি চিন্তা করে আমি আমার বন্ধুদেরকে নিয়ে এ কাজটি করেছি।
এ জন্য সাধারণ মানুষের কাজ থেকে একটু দোয়া ও ভালোবাসা পেলেই আমি ধন্য।’
Other