বরগুনার বামনায় একটি খালে ভাসমান অবস্থায় নূরজাহান বেগম (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় লাশটি উদ্ধার করা হয়।
নূরজাহান বেগম উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের শিংড়াবুনিয়া গ্রামের সেরজন আলী খানের স্ত্রী।
সংশ্লিষ্ট বামনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন বরিশালটাইমসকে জানিয়েছেন- বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নূরজাহান খালে ওজু করতে গিয়ে নিখোঁজ হন।
সকালে বাড়ি থেকে কিছু দূরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।”
বরগুনা