১২ মিনিট আগের আপডেট সন্ধ্যা ৭:১৩ ; বুধবার ; মার্চ ২৯, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

বরগুনায় পৈত্রিক ভিটা ও জমি উদ্ধারে এক পরিবারের আমরণ অনশন

বরিশালটাইমস, ডেস্ক
৭:১১ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২২

বরগুনায় পৈত্রিক ভিটা ও জমি উদ্ধারে এক পরিবারের আমরণ অনশন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের মোঃ আব্দুল মালেক বিশ্বাস ও তার পরিবার পৈত্রিক ভিটামাটি ও জমি উদ্ধারের দাবিতে আমরণ অনশনে বসেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে আমতলী প্রেসক্লাবের সামনে তারা এ অনশনে বসেন।

আব্দুল মালেকের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধা ভুয়া দলিল তৈরি করে প্রধানমন্ত্রীর নামে কলেজ প্রতিষ্ঠা করে তার পৈত্রিক ভিটামাটি দখল করে নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ওই পৈত্রিক ভিটা ও জমি ফিরে পেতে সহযোগিতা কামনা করেছে ওই পরিবার।

জানা গেছে, উপজেলা উত্তর তক্তাবুনিয়া গ্রামের আলী হোসেন বিশ্বাস ২০০২ সালে ৬০ শতাংশ জমি রেখে মারা যান। তার মৃত্যুতে স্ত্রী মাহিনুর বেগম ও তার ছেলে আব্দুল মালেক বিশ্বাস ওই সম্পত্তির মালিক হন।

কিন্তু আব্দুল মালেক বিশ্বাস দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বসবাস করার সুযোগে হলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম মৃধা জাল দলিল করে জোরপূর্বক তার পৈত্রিক ভিটা ও জমি দখল করেন এবং ২০১৯ সালে প্রধানমন্ত্রীর নামে কলেজ প্রতিষ্ঠা করেছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী মালেক।

ওই পৈত্রিক ভিটা ও জমি ফিরে পাওয়ার দাবিতে মঙ্গলবার আমতলী প্রেসক্লাবের সামনে আব্দুল মালেক বিশ্বাস ও তার মা মাহিনুর বেগম, স্ত্রী কল্পনা বেগম ও এক বছরের শিশু কন্যা ফাহিমাকে নিয়ে আমরণ অনশনে বসেন।

দখলকৃত পৈত্রিক ভিটামাটি ফিরে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করেছে ওই পরিবার। তবে আমরণ অনশন শুরুর দেড় ঘণ্টা পরে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান সমস্যা সমাধানের আশ্বাস দিলে আপাতত অনশন ভেঙ্গেছে পরিবারটি।

ভুক্তভোগী মোঃ আব্দুল মালেক বিশ্বাস কান্নাজনিত কণ্ঠে বলেন, ‘মোর সব জমি ভুয়া দলিল হইর‌্যা লইয়্যা গ্যাসে চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধা। ওই জমিতে মোর বাপদাদার ভিটা ছিল। হেই জায়গায় মুই ঘর হইর‌্যা থাকতাম।

অ্যাহন মোর কিচ্ছু নাই। মুই গুরাগারা লইয়্যা রাস্তায় থাহি। মোর বাহের জমিতে চেয়ারম্যান প্রধানমন্ত্রীর নামে কলেজ হরছে। মুই প্রধানমন্ত্রীর কাছে মোর বাদ দাদার ভিটামাটি ফিরা চাই।’

আব্দুল মালেক বিশ্বাসের বৃদ্ধা মা মাহিনুর বেগম কান্নাজনিত কণ্ঠে বলেন, ‘মোর নামে ৫ কড়া জাগা আলহে, হ্যা জাগাও চেয়ারম্যান দহল হইর‌্যা লইয়্যা গ্যাছে। মোর জাগা যদি ফেরত না দেয় মুই এইহানে বইস্যাই মইর‌্যা যামু।’

হলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম মৃধা ওই জমি দখল করে কলেজ প্রতিষ্ঠার বিষয় এড়িয়ে গিয়ে বলেন, বর্তমান চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে আমরণ অনশনে বসিয়েছেন।

বর্তমান চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক বলেন, এখানে আমার ষড়যন্ত্র করার কিছুই নেই। সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধা জমি দখল করে কলেজ প্রতিষ্ঠা করেছেন। তাই ভুক্তভোগীরা জমি উদ্ধারে অনশন করেছেন।

আমতলী থানার ওসি এ কে এম মিজানুর রহমান বলেন, শুনেছি আমরণ অনশনে বসেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বলেন, আমরণ অনশনে বসার কথা শুনেছি। কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বরগুনা, বিভাগের খবর

আপনার মমত লিখুন :

 

ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  ‘আপা’ বলতেই ক্ষেপে গেলেন চিকিৎসক!  ব্রয়লার ২২০ টাকা: বেড়েছে সোনালি-লেয়ার মুরগির দাম  সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন  বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান  প্রথম আলোর সেই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা  সুরা ইখলাস অর্থসহ উচ্চারণ এবং বিশেষ মর্যাদা ও ফজিলত  বাউফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বসতঘর ভাঙচুর  সংশোধন হচ্ছে আইন: মোটরসাইকেলসহ সব গাড়ির বীমা লাগবে  ইসলাম ধর্মগ্রহণ করলেন জনপ্রিয় অভিনেতা ডিসেনা  এক ইলিশের দাম ৬ হাজার টাকা